160328090449_bangladesh_high_court_640x360_gettyimages

বিডি নীয়ালা নিউজ(২৪ই  আগস্ট ২০১৬ইং)-ডেস্ক রিপোর্টঃ  ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের বিধিমালার দুটি ধারা বৈধ ঘোষণা করে পর্যবেক্ষণসহ রিট নিষ্পত্তি করে দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাইকোর্টের বেঞ্চ এ রায় দেন।

বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নেয়া পদক্ষেপ আইনসম্মত বলেও মত দিয়েছেন আদালত।

রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহের হোসেন সাজু। রিটকারীদের পক্ষে ছিলেন আইনজীবী হাসনাত কাইয়ুম, আইনুন নাহার সিদ্দিকা এবং ব্যারিস্টার অনীক আর হক। রায়ের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহের হোসেন সাজু এ তথ্য জানিয়েছেন।

গত ২৯ ফেব্রুয়ারি রাজধানীর সব বাড়িওয়ালা ও ভাড়াটিয়াকে নির্দিষ্ট ফরম পূরণ করে বিস্তারিত তথ্য দেওয়ার আহ্বান জানান ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

 

 

 

 

 

বিডি/লাইভ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে