Recommended
No menu items!
More
    Home Blog

    ভাসমান ও মাদকসেবীদের বেদখলে ঢাকার পার্কগুলো

    5-hayat-farmgate-park-3

    বিডি নীয়ালা নিউজ(২৩জানুয়ারি১৬)- ঢাকা প্রতিনিধিঃ  ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের অধিকাংশ পার্কে দেখা যায় রক্ষণাবেক্ষণের অভাব। পর্যাপ্ত ল্যাম্প পোস্ট থাকলেও,অধিকাংশতেই নেই আলো। নোংরা পরিবেশ, রয়েছে মাদকসেবী ও ছিনতাইকারীদের দৌরাত্ম। শনিবার এসব অভিযোগ ওঠে এসেছে সময় টিভি’র এক প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা ব্যবস্থা নাজুক হওয়ায় পার্কে লোক সমাগম নেই বললেই চলে। এ অবস্থায় নাগরিক সুবিধা নিশ্চিতের তাগিদ দিলেন নগর ও পরিবেশবিদরা।

    অন্যদিকে, বিশেষ পরিকল্পনার কথা জানালেন কর্তৃপক্ষ। ফার্মগেটে কৃষিবিদ ইন্সটিটিউটের সামনে থাকা পার্কটিতে দেখা মিলে হকার, মাদকসেবী এবং ভাসমান মানুষের অবাধ বিচরণ। পার্কের শেষ প্রান্তে তোলা হয়েছে ঘর। অধিকাংশ স্থানে জমা করে রাখা ব্যবসায়ীদের নানা রকম পণ্য। নেই নিরাপত্তা বেষ্টনী, নেই কোন নিরাপত্তারক্ষীও। মহানগর নাট্যমঞ্চের সামনের পার্কটিরও একই চিত্র। পার্কের ভেতরে গড়ে তোলা হয়েছে শ্রমিক লীগের কার্যালয়। এক পাশে সচিবালয়, রেল ভবন, অন্যপাশে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, এরই মাঝে ওসমানী উদ্যান। আর এই ওসমানী উদ্যানের চিত্র যেন আরো বিচিত্র। উদ্যানের এ মাথা, ও মাথা জুড়ে চায়ের দোকান, পাশাপাশি চলছে বিভিন্ন পণ্যের বেচাকেনা। সরেজমিনে রাজধানীর কয়েকটি পার্কে গিয়ে দেখা যায় এসব চিত্র। এসব পার্কে থাকা দর্শনার্থীদের রয়েছে নানা অভিযোগ। পার্কগুলোতে নিরাপত্তার পাশাপাশি নাগরিক সুবিধা নিশ্চিত করার পরামর্শ দিলেন নগর ও পরিবেশবিদরা। বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান মনে করেন, ‘একটা পার্ক এমন হওয়া উচিত যেটা আমাকে আকর্ষণ করবে। আমি একদিন গেলে দ্বিতীয় দিন আবার সেখানে যেতে ইচ্ছে করবে। জনসাধারণের ব্যবহার্যে এই সমস্ত পার্কগুলোতে আইন-শৃঙ্খলা রক্ষা করতে হবে।’ আর স্থাপত্য ও নগর পরিকল্পনাবিদ মোবাশ্বের হোসেন বলেন, ‘সিটি কর্পোরেশনের দায়িত্ব হলো জনগণের সুখ-স্বাচ্ছন্দ্য দৈনন্দিন জীবনকে আরো উন্নত করার প্রচেষ্টা চালানো।’ এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বেলাল জানান, নতুন করে পার্কগুলোর সৌন্দর্য রক্ষায় নেয়া হয়েছে বিশেষ পরিকল্পনা।

    Facebooktwitterredditpinterestlinkedinmail
    Social Media Auto Publish Powered By : XYZScripts.com