received_460903904109905

বিডি নীয়ালা নিউজ(১৩ফেব্রুয়ারি১৬)- আসাদুজ্জামান সুজন (নীলফামারী প্রতিনিধি): কাল ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবস।এবার পহেলা ফাল্গুন
বিশ্ব ভালোবাসা দিবস ও
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে
সামনে রেখে নীলফামারী জেলার
ফুল ব্যবসায়ীরা মহাব্যস্ত সময় পার
করেছে।

আজ শনিবার নীলফামারী শহর ঘুরে দেখা গেছে, ফুলে ফুলে ছেয়ে গেছে ফুলের সাম্রাজ্য হিসেবে খ্যাত
নীলফামারীর দোকান গুলোতে। প্রতিটি দোকানে কর্মচারী মালিক মিলে রয়েছেন প্রায় ১৫-২০ জন। সবাই মিলে রাতদিন খেটে দোকান সাজানোর প্রস্তুতি সম্পন্ন করতে ব্যস্ততার সময় পার করছে। গড়ে প্রতিটি দোকানের ১ লাখ থেকে ৩ লাখ টাকার ব্যবসা হওয়ায় সম্ভাবনাকে সামনে রেখে তারা ফুল মজুদ করছে। ফুল উৎপাদন, চাহিদা ও দাম সবই বেশী হওয়ায় এবার প্রায় ১০-১৫ লাখ টাকার
ফুল বিক্রি হবে বলে আশা করছেন
দোকান মালিকরা। এবার দাম ও বেচাকেনা দুটোই ভাল হওয়ায় দারুণ খুশিতে নীলফামারীর ফুল ব্যবসায়ীরা।

ভালোবাসা প্রকাশ করতে প্রিয়জনকে
লাল, গোলাপি, সাদা, কালো, কমলা,
পার্পল ও হলুদ গোলাপ উপহার দেয়া হয়। আর এ কারণেই বছরের অন্যান্য সময়ের চেয়ে ১৪ ফেব্রুয়ারি গোলাপের
চাহিদা থাকে তুলনামূলক হারে
অনেক বেশি। তাই শুধু প্রেমিক-
প্রেমিকাই নন, এ দিনের অপেক্ষায়
প্রহর গুণতে থাকেন গোলাপ
ব্যবসায়ীরা।

নীলফামারীর ‘ফুল সজ্জা’ ফুলের দোকানের মালিক আনোয়ার হোসেন বলেন, ফুলের ব্যবসা সাধারণত সপ্তাহের বৃহস্পতিবার এবং শুক্রবার হয়ে থাকে। এমনি দিনে পর্যাপ্ত নয়। তবে বসন্তবরন উৎসব, বিশ্ব ভালোবাসা দিবস আর ভাষা দিবস এই সব দিবসে বেশি
বিক্রি হয়। তিনি আরো বলেন,
ভালোবাসা দিবসে বেশি বিক্রি হয়
গোলাপ ফুল। এবার দোকানে কয়েক
প্রকার গোলাপ থাকলে ও লিংকন
গোলাপ চাহিদা বেশি থাকে।

ফুল কিনতে আসা সামান্তা কবির বলেন, এই বিশেষ দিবসে ফুল চাই, সবকিছুর পরেও ফুল না হলে কেমন ফাঁকা মনে হয়।

এবার ভালবাসা দিবসে ৫টাকা
হারে বিক্রি হলেও এক একটি গোলাপ
সবনিম্ন ২০টাকা থেকে ৩শ টাকা
হারে বিক্রিয় হয়ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে