4bk3fbe19f83a15ie7_620C350

বিডি নীয়ালা নিউজ(১ই এপ্রিল১৬)-স্পোর্টস ডেস্কঃ স্বাগতিক ভারতের বিপক্ষে ৭ উইকেটের বিশাল জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। ৩ এপ্রিল কোলকাতায় শিরোপা নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ড্যারেন স্যামির দল।

বৃহস্পতিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে মাত্র দুই উইকেট হারিয়ে ১৯২ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় ভারত। জবাবে, লেন্ডল সিমন্স, জনসন চার্লস আর আন্দ্রে রাসেলের দুর্দান্ত ব্যাটিং ঝড়ে ২ বল বাকি থাকতেই ৭ উইকেটের জয় তুলে নেয় ক্যারিবীয়রা। ১৯৩ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে দলের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে নামেন ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল এবং জনসন চার্লস। বিশাল রান তাড়ায় সবার দৃষ্টি ছিল ক্রিস গেইলের দিকে। কিন্তু জাসপ্রিত বুমরাহর লো ফুলটসে ক্রস ব্যাটে খেলে বোল্ড হন তিনি। আউট হওয়ার আগে তিনি ৬ বলে করেন ৫ রান। ইনিংসের তৃতীয় ওভারের শেষ বলে আশিষ নেহারা ফিরিয়ে দেন মারলন স্যামুয়েলসকে। রাহানের তালুবন্দি হওয়ার আগে তিনি করেন ৮ রান। তবে শুরুর এই ধাক্কা দারুণভাবে সামাল দেয় ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় উইকেটে ৯৭ রানের দুর্দান্ত জুটি গড়ে দলকে জয়ের পথে অনেকখানি এগিয়ে দিয়েছেলেন জনসন চার্লস ও লেন্ডল সিমন্স। কোনোভাবেই এই জুটি ভাঙতে না পেরে ১৪তম ওভারে ধোনি বল তুলে দিয়েছিলেন বিরাট কোহলির হাতে। ভারতীয় অধিনায়কের এই সিদ্ধান্তে অবাক হয়ে গিয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা। তবে অধিনায়ককে নিরাশ করেননি কোহলি। প্রথম বলেই তুলে নিয়েছিলেন ৫২ রান করা চার্লসের উইকেট। রোহিত শর্মার তালুবন্দি হওয়ার আগে ক্যারিবীয় এই ওপেনার করেন ৩৬ বলে ৫২ রান। তার ইনিংসে ছিল ৭টি চার
আর দুটি ছক্কা। চার্লস আউট হয়ে গেলেও সিমন্স দারুণ ব্যাটিং করেছেন শেষপর্যন্ত। ৫৭ বলে ৮৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। ৫১ বলে ৭টি চার আর ৫টি ছক্কায় ৮৩ রান করে অপরাজিত থাকেন তিনি। আর ২০ বলে ব্যাটে ঝড় তুলে তিনটি চার আর ৪টি ছক্কায় ৪৩ রান করে অপরাজিত  থাকেন আন্দ্রে রাসেল। এ দুই ব্যাটসম্যান ৩৯ বলে ৮০ রান যোগ করে অবিচ্ছিন্ন থাকেন।
এর আগে, ভারতের হয়ে ব্যাটিং উদ্বোধন করেন দুই ওপেনার অজিঙ্কা রাহানে ও রোহিত শর্মা। গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচেই ব্যর্থ হওয়ার পর আজ হেসে ওঠে রোহিতের ব্যাট। অষ্টম ওভারে আউট হওয়ার আগে খেলেছেন ৩১ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংস। তার ইনিংসে ছিল তিনটি চার আর তিনটি ছক্কার মার। উদ্বোধনী জুটিতে তারা জমা করেছিলেন ৬২ রান। শিখর ধাওয়ানের পরিবর্তে দলে আসা অজিঙ্কা রাহানেও জ্বলে উঠেছেন দারুণভাবে। দ্বিতীয় উইকেটে কোহলির সঙ্গে জুটি বেঁধে জমা
করেছিলেন ৬৬ রান। ১৬তম ওভারে আউট হওয়ার আগে রাহানে করেছেন ৩৫ বলে দুটি চারের সাহায্যে ৪০ রান। আন্দ্রে রাসেলের বলে বাউন্ডারি সীমানায় ব্রাভোর হাতে ধরা পড়েন রাহানে। তবে ওয়েস্ট ইন্ডিজকে শেষপর্যন্ত ভুগিয়েছেন কোহলি। তবে, আউট হয়ে যেতে পারতেন ১ রানেই। দুই বলের মধ্যে তিনটি রান আউট থেকে একরকম অলৌকিকভাবেই বেঁচে গেছেন বিরাট কোহলি। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে ৮৯ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি। মেরেছেন ১০টি চার ও ১টি ছয়। কোহলি ৩৩ বলে নিজের অর্ধশতকের দেখা পান। ১৬তম অর্ধশতক হাঁকিয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ হাফসেঞ্চুরির মালিক হন তিনি। ১৫ রান করে অপরাজিত ছিলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তৃতীয় উইকেটে মাত্র ২৭ বলে কোহলি আর ধোনি ৬৪ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন থাকেন। আজকের খেলায় বীরোচিত ইনিংসের জন্য ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ল্যান্ডন সিমন্স। তবে আজকের ম্যাচটিতে খেলার কথাই ছিল না সিমন্সের। ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েন তিনি। পরবর্তী সময়ে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ইনজুরি নিয়ে বিশ্বকাপ শেষ হয় আন্দ্রে ফ্লেচারের। বদলি হিসেবে ওয়েস্ট ইন্ডিজ থেকে উড়ে আসেন সিমন্স। এদিকে, ওয়েস্ট ইন্ডিজের নারী দলও ফাইনালে উঠেছে। ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে ক্যারিবীয় নারীরা।#
সূত্র: রেডিও তেহরান

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে