150706-sa

বিডি নীয়ালা নিউজ(২৫ই এপ্রিল১৬- আন্তর্জাতিক প্রতিবেদনঃ সর্প-নারী! সাপের মতোই তার দেহে কিছু লক্ষণ ধরা পড়েছে৷

সাপকে খোলস ত্যাগ করতে দেখা যায়৷ কিন্তু কখনো মানুষ খোলস ত্যাগ করে এমন শোনা গেছে! এরকমই হয় কখনো কখনো৷ যেমন ব্রিটেনে থাকা নুসরত শাহিনের সঙ্গে হয়েছে৷ ইনিও সাপের মতো খোলস ছাড়েন৷
ব্রিটিশ নাগরিক নুসরত শাহিন এক জটিল রোগে আক্রান্ত৷ চিকিৎসাবিজ্ঞানে এখনো এই রোগের প্রতিষেধক নেই৷

সাপের মতো নির্দিষ্ট সময় শেষে খোলস ত্যাগ নয়৷ দিনে দুবার ত্বক খসে পড়ে নুসরতের৷ জন্ম থেকেই এই জটিল রোগে আক্রান্ত নুসরত৷ চিকিৎসকরা জানিয়েছিলেন, বেশিদিন বাঁচাবেন না তিনি৷ ৩২ বছরের নুসরত এখন ত্বকের যন্ত্রণা নিয়ে বেঁচে আছেন৷
তথ্য বলছে, খোদ ব্রিটেনে নুসরতের মতো আরো কয়েকজন এই রোগে আক্রান্ত৷ এদের মধ্যে ১৩ জন আপাতত বেঁচে আছেন৷
বিরলতম রোগ যার শরীরে প্রবেশ করে, তার ত্বক সাধারণ মানুষের তুলনায় ১০ গুণ কড়া হয়ে যায়৷ একসময় তা খসে পড়ে৷

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে