160310104948_bangla_cricket_arafat_sani_taskin_ahmed_bowler_bowling_bangladesh_640x360_gettyimages_nocredit

বিডি নীয়ালা নিউজ(১৯ই মার্চ১৬)-স্পোর্টস ডেস্কঃ ওয়ার্ল্ড টি-২০তে বাংলাদেশ ক্রিকেট দলের দুই বোলার তাসকিন আহমেদ এবং আরাফাত সানি – উভয়েরই বোলিং এ্যাকশন অবৈধ বলে আখ্যায়িত করে তাদের আন্তর্জাতিক ক্রিকেটে সাসপেন্ড করেছে আইসিসি।

আজ কিছুক্ষণ আগে আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত এক ঘোষণায় একথা বলা হয়।

এতে বলা হয়, চেন্নাইতে পরীক্ষার পর দেখা গেছে, দু’জনের কারোরই বোলিং এ্যাকশন বৈধ নয়।

এই সাসপেনশন অবিলম্বে কার্যকর হবে এবং এর ফলে তারা চলমান ওয়ার্ল্ড টি২০-তে আর বল করতে পারবেন না।

গত ৯ই মার্চ এই টুর্নামেন্টে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচের সময় বাংলাদেশের দুই বোলার তাসকিন আহমেদ এবং আরাফাত সানির বোলিং এ্যাকশন নিয়ে অভিযোগ ওঠে।

এর পর চেন্নাইতে একটি পরীক্ষা কেন্দ্রে ১২ই এবং ১৫ই মার্চ বোলিং তাদের এ্যাকশনের বৈজ্ঞানিক পরীক্ষা করানো হয়।

আইসিসির ওয়েবসাইটে ওই রিপোর্টে বলা হয়, পরীক্ষায় আরাফাত সানির বেশির ভাগ ডেলিভারিতেই তার কনুই ১৫ ডিগ্রির চেয়ে বেশি বাঁকা হচ্ছে।

আর তাসকিনের ক্ষেত্রে ‘কিছু কিছু ডেলিভারি’ আইসিসির নিয়মঅনুযায়ী বৈধ বলে গণ্য হয় নি।

এ দুজনের পরিবর্তে বাংলাদেশ দল টুর্নামেন্টের বাকি সময়টার জন্য দুজন খেলোয়াড় আনতে পারবে।

আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসতে হলে এই দুই বোলারকে তাদের এ্যাকশন সংশোধন করে আবার পরীক্ষা দিতে হবে।

bbc

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে