ডেস্ক রিপোর্টঃ বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের সময় ২০টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বেনাপোল সীমান্তের বাহাদুরপুর মাঠ থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা চোরাচালানীদের ধাওয়া করে এ স্বর্ণের চালান জব্দ করে। জব্দকৃত সোনার মূল্য ৩৩ লাখ ৭৫ হাজার টাকা। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল সীমান্ত পথে অভিযান চালালে চোরাচালানীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ সময় সেখান থেকে তাদের ফেলে যাওয়া ২০টি (প্রতিটি ০.৮৭৫) কেজি ওজনের স্বর্ণেরবার পাওয়া যায়।

জব্দ হওয়া স্বর্ণের বারগুলো বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক।

 

 

 

 

 

B/D/P/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে