ডেস্ক স্পোর্টসঃ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে অনুষ্ঠিতব্য আসন্ন ওয়ানডে বিশ্বকাপ আসরে বাংলাদেশের মাশরাফি বিন মর্তুজাকেই সেরা অধিনায়ক মানছেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত পাকিস্তানের ডান-হাতি পেসার শোয়েব আখতার। পাকিস্তানের টিভি চ্যানেল পিটিভি স্পোর্টস আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে ‘গেম অন হ্যায়’ নামে একটি অনুষ্ঠান করছে। সেই অনুষ্ঠানে বিশ্বকাপে অংশগ্রহনকারী দলগুলোকে নিয়ে বিভিন্ন বিশ্লেষণ করছে তারা। অনুষ্ঠানে বাংলাদেশ দল নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে বাংলাদেশ অধিনায়ক মাশরাফির প্রশংসা করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ ও পেসার শোয়েব আকতার।

বিভিন্ন দল শেষে বাংলাদেশ দল নিয়ে আলোচনা শুরু করেন অনুষ্ঠানের সঞ্চালক। এসময় শোয়েব আকতার বলেন, ‘আমি তো মনে করি এই বিশ্বকাপের সেরা অধিনায়ক মাশরাফি।’শোয়েবের সাথে একমত পোষন করে রশিদ বলেন, ‘পা’এর ইনজুরি নিয়েও সে দলকে দারুণভাবে নেতৃত্ব দিচ্ছে। দলকে একতাবদ্ধ রাখতে পারছে। এটা অনেক কঠিন কাজ।’

২০১৫ বিশ্বকাপের আগ থেকেই মাশরাফির নেতৃত্বে পাল্টে গেছে বাংলাদেশের পারফরমেন্সের চিত্র। ওই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছিলো টাইগাররা। বিশ্বকাপ শেষেও নিজেদের সেরা পারফরমেন্স আন্তর্জাতিক অঙ্গনে করেছে বাংলাদেশ।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে গেল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও চমক দেখিয়েছে বাংলাদেশ। প্রথমবারের মত সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে টাইগাররা। 

তাই গত চার বছরে ম্যাশের নেতৃত্বে বাংলাদেশের দুর্দান্ত পারফরমেন্সের স্মৃতি মনে করিয়ে দিয়ে রশিদ বলেন, ‘গত কয়েক বছর অসাধারণ খেলেছে বাংলাদেশ। ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মত বড় বড় দলকে হারিয়েছে তারা। ইংল্যান্ডকে বিশ্বকাপ থেকে বিদায় করেছে। নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ।’

আসন্ন বিশ্বকাপেও ভালো করতে হলে বাংলাদেশের ব্যাটসম্যান-পেসারদের ভালো করতে হবে জানান শোয়েব আকতার। তিনি বলেন, ‘দলের ব্যাটসম্যানদের ভালো করতে হবে। পাশাপাশি পেসারদের ভূমিকা রাখতে হবে।’

B/P/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে