robindronath-Thakur

বিডি নীয়ালা নিউজ(৩ই মে১৬) মারুফ সরকার (বিভাগীয় প্রতিনিধিরাজশাহী): বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৩দিনব্যাপী জন্ম উৎসব পালনে কবির স্মৃতি বিজড়িত শাহজাদপুরে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতিমূলক কার্যক্রম।

আগামী ২৫ শে বৈশাখ ৮ মে থেকে ২৭ শে বৈশাখ ১০ সে পর্যন্ত শাহজাদপুরে জাতীয়ভাবে এ উৎসব পালিত হবে।

এবার শাহজাদপুরে উৎসবের উদ্বোধন করেন, সিরাজগঞ্জের কৃতি সন্তান জাতীয় নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী মোহাম্মাদ নাসিম এমপি।

৩ দিনের কর্মসূচিতে কয়েকজন মন্ত্রী ছাড়াও রবীন্দ্র গবেষক এবং প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ যোগ দেবেন।

ইতিমধ্যেই শাহজাদপুর শহরকে নতুন সাজে সজ্জিত করার কার্যক্রম শুরু হয়েছে। সোমবার শাহজাদপুর উপজেলা অডিটরিয়ামে সাংস্কৃতিক, স্মারণিকা এবং অর্থ উপ-কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

কমিটিগুলোর আহবায়ক সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মাদ কামরুল হাসান সভায় সভাপতিত্ব করেন।

সভায় এবারের ৩ দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান আকর্ষনীয় করার পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে মান সম্পন্ন একটি স্মারণিকা প্রকাশ করার প্রাথমিক কার্যক্রম চলছে বলে জানানো হয়।

শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিম আহম্মেদ প্রস্তুতিমূলক কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন। সভায় উপ কমিটিগুলোর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে