ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)-র সঙ্গে বেক্সিমকো গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান তিস্তা সোলার লিমিটেডের আজ ২শ’ মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্লান্ট চুক্তি সম্পাদিত হতে যাচ্ছে।
রাজধানীর বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ, জ্¦ালানী ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের উপস্থিতিতে এই চুক্তি সম্পাদিত হবে।
বিপিডিবি-র পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী বাসসকে জানান, চুক্তি অনুযায়ী তিস্তা সোলার লিমিটেড গাইবান্ধার সুন্দরগঞ্জে ২শ’ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনে প্ল্যান্ট স্থাপন করবে।
তিনি বলেন, এর মাধ্যমে আগামী ২০ বছরের জন্য প্রতিষ্ঠানটি ‘নো ইলেকট্রিসিটি নো বিল’ ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ করবে।
চৌধুরী বলেন, চুক্তির পর থেকে আগামী ১৮ মাস উৎপাদিত বিদ্যুৎ তিস্তা সোলার থেকে বিপিডিবি ঘন্টা প্রতি কিলোওয়াট শূন্য দশমিক ১৫ ডলার দরে কিনে জাতীয় গ্রিডে যুক্ত করবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে