jb-joint

স্টাফ রিপোর্টারঃ বাংলার মাটিতে কোন জঙ্গীবাদ নয় , নয় কোন সন্ত্রাসবাদ আর শিক্ষা হোক উম্মক্ত সবার জন্য এই সব বক্তব্য নিয়ে  শনিবার সকাল ১১ টায় জনগনের বার্তা আয়োজিত “সন্ত্রাস ও জঙ্গী বিরোধী” সভা ও জনগণের বার্তা “শিক্ষা বৃত্তি” প্রদান অনুষ্ঠান কিশোরগঞ্জ মডেল হাই স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এস.এম মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি এ্যাডভোকেট হোসনে আরা লুৎফা (ডালিয়া)। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অনলাইন নিউজ পোর্টাল বিডি নীয়ালা নিউজের সম্পাদক মোঃ মাহফুজার রহমান মন্ডল, এ্যাডভোকেট আব্দুল মালেক (পিপি),নীলফামারী জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, গাইবান্ধা জেলা শিক্ষা অফিসার মোঃ এনায়েত হোসেন, কিশোরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ মোঃ তারিকুল ইসলাম, কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ বজলুর রশিদ, কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জনগনের বার্তা বৃত্তির সমন্বয়ক মোঃ গোলাম আজম। স্বাগত বক্তব্য রাখেন জনগনের বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ বাদশাহ আলমগীর, শুভেচ্ছা বক্তব্য রাখেন জনগনের বার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ নাজিম উদ্দিন মাষ্টার।

জনগনের বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ বাদশাহ আলমগীর –এর  শুভেচ্ছা বক্তব্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের কার্যক্রম একে একে বিশেষ অতিথিদের বক্তাব্যে সন্ত্রাস ও জঙ্গি বিরোধী সোলোগানে মুখরিত করে তোলে মঞ্চ।শিক্ষা বৃত্তি প্রদানে কারও কোন অভিন্নতা নেই তবে এর ফান্ড পরিপক্ষের ব্যাপারে এ্যাডভোকেট হোসনে আরা লুৎফা (ডালিয়া) এবং এ্যাডভোকেট আব্দুল মালেক (পিপি)সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছেন।

এ্যাডভোকেট হোসনে আরা লুৎফা (ডালিয়া)বলেছেন – “ আমাদের সরকার সন্ত্রাস ও জঙ্গিবাদ এমনভাবে দমন করেছে যে বহির্বিশ্বে আমাদের দেশ আর একটি উজ্জল দৃষ্টান্ত হয়ে থাকবে।“

আর এক পর্যায়ে  সন্ত্রাস ও জঙ্গিবাদ  সম্পর্কে বলতে গিয়ে এ্যাডভোকেট আব্দুল মালেক বলেছেন – “ বঙ্গবন্ধুর কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা আছেন বলে সন্ত্রাস ও জঙ্গিবাদ এ দেশ থেকে দ্রুত নিরাময় হয়েছে।“

সভা চলাকালীন একপর্যায়ে মাহফুজার রহমান মন্ডলকে জনগণের বার্তার প্রধান উপদেষ্টা পদে অধিষ্ঠিত করে তাঁর মূল্যবান বক্তৃতা রাখার জন্য আহ্বান করা হলে, সন্ত্রাস ও জঙ্গিবাদ সম্পর্কে তিনি বলেন – “ সন্ত্রাস ও জঙ্গিবাদ যেন আমাদের স্পর্শ করতে না পারে তার জন্য পারিবারিক সচেতনা একান্ত কাম্য।“

সর্বোপরি জনগণের বার্তা “শিক্ষা বৃত্তি” কার্যক্রম অব্যাহত থাকবে আর এ্যাডভোকেট হোসনে আরা লুৎফা (ডালিয়া) এবং এ্যাডভোকেট আব্দুল মালেকের মতো সমাজ কর্মী এর পাশে থাকবে এ আশা কিশরগঞ্জবাসীর।


একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে