ডেস্ক রিপোর্টঃ বিজিএমইএ ভবন ভাঙতে দরপত্র আহ্বান করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এছাড়া ভেতরে থাকা ব্যবহারযোগ্য মালামালও বিক্রয় করা হবে দরপত্রের মাধ্যমে।

আজ বুধবার রাজউকের সচিব সুশান্ত চাকমা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এতে রাজধানীর কাওরান বাজারে নির্মিত দু’টি বেজমেইন্টসহ ১৫ তলা বিশিষ্ট বিজিএমইএ ভবনটি ভাঙতে অভিজ্ঞ ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে দরপত্র আহ্বান করা হয়।

ভবন ভাঙা এবং সেখানে থাকা মালামাল ক্রয়ের জন্য আগ্রহী ব্যক্তি বা ঠিকাদারী প্রতিষ্ঠানকে ২৪ এপ্রিল বিকেল ৪টার মধ্যে দরপত্র দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে।

ভবনটি যে ব্যক্তি বা প্রতিষ্ঠান ভাঙবেন, তারাই ওই ভবনের অবশিষ্ট ব্যবহারযোগ্য মালামাল কেনার জন্য দরপত্র দাখিল করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। এতে ভবনটি ভাঙতে আলাদা করে অর্থ পরিশোধ করার প্রয়োজন হবে না।

K/K/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে