কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা থেকে আসা বিএনপির কর্মী আমিনুল হক বলেন, ‘আমার ১০টি বাস ভাড়া করা ছিল। কিন্তু ধর্মঘটের কারণে বাসচালকেরা আসতে চান না, সে কারণে রাতে অটোরিকশা ঠিক করেছি আমরা। সেগুলোতে আসতেছি।’

রংপুরে বিএনপির সমাবেশের এক দিন আগে ডাকা পরিবহন ধর্মঘটে জনসমাগমে তেমন কোনও প্রভাব পড়েনি বলে জানিয়েছেন উপস্থিত অনেকে। পাশের জেলা-উপজেলা থেকে অধিকাংশ সমর্থক ও নেতা-কর্মী সভাস্থলে মোটরসাইকেল ও অটোরিকশায় এসেছেন। শনিবার সকালে অনেকে এসেছেন ট্রেনে করে। কারণ, ধর্মঘটের আওতামুক্ত ছিল রাষ্ট্রীয় এই বাহনটি।

শনিবার সকাল ৯টায় নগরীর কামাল কাচনা এলাকায় জড়ো হতে থাকেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা থেকে আসা বিএনপির নেতা-কর্মীরা।

জানতে চাইলে মো. হানিফ নামে এক কর্মী বলেন, ‘ভোর সাড়ে ৫টায় ফজরের নামাজ পড়ে রওনা দিয়েছি আমরা। সবাই অটোরিকশায় এসেছি। খুব সকাল হওয়াতে কোথাও কেউ বাধা দেয়নি। আরও অটো আসতেছে। একসঙ্গে সবাই মাঠে যাব।’

একই উপজেলার আমিনুল হক নামে আরেকজন বলেন, ‘আমার ১০টি বাস ভাড়া করা ছিল। কিন্তু ধর্মঘটের কারণে বাসচালকেরা আসতে চান না, সে কারণে রাতে অটোরিকশা ঠিক করেছি আমরা। সেগুলোতে আসতেছি।’

তিনি বলেন, ‘রংপুরের শ্মশান এলাকায় অটোরিকশা রেখে পায়ে হেঁটে সমাবেশে যাব।’

সরেজমিনে দেখা গেছে, বিএনপির সমাবেশ ঘিরে নগরীর বিভিন্ন এলাকায় নেতা-কর্মীরা অবস্থান করছেন। এদের বেশির ভাগই গতকাল রাতে মোটরসাইকেল করে রংপুর পৌঁছেছেন।

তারা রংপুরের বিভিন্ন আত্মীয়স্বজন, ছাত্রাবাসে অবস্থান করেছিলেন।

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বিএনপির এক কর্মী জানান, রংপুর থেকে ১০০ কিলোমিটারের বেশি দূরত্ব হয়। গতকাল ট্রেন মিস করেছি। তাই বিকেলে মোটরসাইকের দিয়ে রংপুরে এসে শালবনের এক ছোট ভাইয়ের বাসায় ছিলাম। তবু সমাবেশে যেতে হবে।’

ই কর্মীর দাবি তার নামে সাতটি সাজানো মামলা রয়েছে। সব কটিই মিথ্যা। এই ক্ষোভ আর প্রতিবাদ জানাতেই তিনি সমাবেশে এসেছেন।

গতকাল মধ্যরাতে দেখা গেছে, শত শত মোটরসাইকেলে নেতা-কর্মীরা রংপুরে এসেছেন বাধা উপেক্ষা করে।

বিএনপির কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু জানান, ‘কোনো বাধাই মানবে না। আমাদের নেতা-কর্মীরা রাতেই এসেছেন, আজ সমাবেশ সফল হবে।’

তিনি বলেন, ‘শুধু বিএনপির নেতা-কর্মীরাই নয়, অধিকারবঞ্চিত মানুষজনও যোগ দিচ্ছেন সমাবেশে।’

newsbangla

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে