ডেস্ক স্পোর্টসঃ লেভান্তের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন না। বার্সেলোনা কাঙ্ক্ষিত গোলটা পাচ্ছিল না। বদলি নেমে সেই লিওনেল মেসিই হলেন ত্রাতা। তাতে লা লিগার শিরোপা উৎসবে মাতাল বার্সেলোনা। চ্যাম্পিয়ন হওয়ার রাতে দারুণ দুটি কীর্তি গড়েছেন অধিনায়ক।

মধ্যবিরতির পর কৌতিনহোকে তুলে মেসিকে মাঠে পাঠান কোচ ভালভার্দে। ম্যাচের ৬২ মিনিটে গোল করেন অধিনায়ক। ওই গোলেই শিরোপা নিশ্চিত হয় তিন ম্যাচ হাতে রেখে।চলতি লিগে এই গোলটি মেসির ৩৪তম, যা সর্বোচ্চ। এই গোলে লা লিগায় বদলি হিসেবে নেমে ২৪তম বার জাল খুঁজে নিলেন মেসি, যা রেকর্ড সর্বোচ্চ। একুশ শতকেই আর কেউ এমন কীর্তি গড়তে পারেননি।

শিরোপা উঁচিয়ে ধরেই গড়েছেন দারুণ আরেকটি কীর্তি। বার্সেলোনার প্রথম খেলোয়াড় হিসেবে ১০বার লা লিগা টাইটেল জিতলেন মেসি। ছাড়িয়ে গেছেন সাবেক সতীর্থ স্প্যানিশ কিংবদন্তি আন্দ্রেস ইনিয়েস্তাকে। দুজনেরই ৯বার করে লিগ জয়ের রেকর্ড ছিল।

অবশ্য সর্বোচ্চবার লা লিগা জয়ের কীর্তি এটি নয়। কীর্তিটি ১২টি শিরোপা জয়ের। ১৯৫০-৬০ দশকে রিয়াল মাদ্রিদের জার্সিতে প্যাকো গেন্তো রেকর্ডটি গড়ে রেখেছেন।

ন্যু ক্যাম্পে শনিবার রাতে লেভান্তেকে ১-০ গোলে হারায় বার্সা। তাতে তিন ম্যাচ হাতে রেখেই টানা দ্বিতীয় মৌসুমে, সবশেষ ১১ মৌসুমের মধ্যে অষ্টমবার, আর ২৬তম বার লিগ টাইটেল ঘরে তুলল কাতালান জায়ান্টরা।

উল্লাসের রাতে ৩৫ ম্যাচে ২৫ জয়, ৮ ড্র আর ২ হার সঙ্গী থাকল বার্সেলোনার লিগ টাইটেল ধরে রাখার পথে, পয়েন্ট দাঁড়াল ৮৩তে। দুইয়ে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট সমান ম্যাচে ৭৪।

B/P/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে