ডেস্ক রিপোর্টঃ বান্দরবানে বন্যা প্লাবিত পরবর্তী মালামাল সরাতে গিয়ে কাঠের টুকরো বগলে ডুকে মারাত্মকভাবে আহতের ঘটনা ঘটে।

গতকাল সন্ধ্যা ৬ টার দিকে মং প্রু মারমা (২৩) সাং বালাঘাটা, বান্দরবান বন্যায় প্লাবিত দুতলা বিশিষ্ট টিনের ঘর পরিষ্কার ও মালামাল সরানোর সময় দুতলা হতে বেড়া ভেংগে নিচে পড়ে যায়। এতে একটি কাঠের টুকরো তার বগলে মারাত্মক ভাবে ঢুকে যায়।  রাত ৮ টায় তাকে চিকিৎসার জন্য বান্দরবান সদরস্থ হিলভিউ হাসপাতালে ভর্তি করা হয়।

হিলভিউ হাসপাতালের চিকিৎসক রক্ত বন্ধ করতে না পারার ভয়ে উক্ত আহত মং প্রু মারমা(২৩) কে রাত ৮:৩০ টায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পিবিএ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে