btrc

বিডি নীয়ালা নিউজ(২৮ই  আগস্ট ২০১৬ইং)-ডেস্ক রিপোর্টঃ দেশের ৭৩টি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের (আইএসপি) লাইসেন্স বাতিল হচ্ছে। পাঁচ বছর ধরে ফি না দেয়ায় এসব কোম্পানির লাইসেন্স বাতিল করা হচ্ছে জানা যায়।

কোম্পানিগুলোর বকেয়া ফি জমা দিয়ে নবায়নের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিটিআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের ওপেন লাইসেন্সিং নীতিমালার অধীনে এসব আইএসপি ও সাইবার ক্যাফের অনুমোদন প্রদান করা হয়েছিল। পাঁচ বছর পর পর লাইসেন্স নবায়নের শর্ত থাকলে ৭৩টি আইএসপির পাঁচ বছর অতিক্রম হওয়া সত্ত্বেও এখনও লাইসেন্স নবায়ন করেনি। উল্লেখিত কারণে এসব আইএসপির ব্যবসা পরিচালনা অবৈধ। বিজ্ঞপ্তি প্রকাশের ত্রিশ দিনের মধ্যে লাইসেন্স নবায়ন করার কথাও বলছে সংস্থাটি।

এ বিষয়ে জানতে চাইলে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সাধারণ সম্পাদক ইমদাদুল হক বলেন, ‘দেশে বর্তমানে ছয়টি মোবাইল অপারেটর ইন্টারনেট সেবা দিচ্ছে। এর পাশাপাশি আছে প্রায় সাড়ে পাঁচশ` আইএসপি, যার মধ্যে ন্যাশনওয়াইড আইএসপির সংখ্যা ১১০টি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে