bangla mas

আজ পয়লা বৈশাখ ১৪২৩ সনের ১ম দিন। চাঁদের পৃথিবীকে প্রদক্ষিণ করার উপর নির্ভর করেই তৈরি হয়েছে বাংলা বছরের সব মাসের নাম। পৃথিবীকে এক বার প্রদক্ষিণ করতে চাঁদের সময় লাগে ২৭.৫ দিন। মোটামুটি ২৯.৫ দিন পর চাঁদ আবার একই জায়গায় ফিরে আসে। সেই অনুযায়ী নির্ধারিত হয় বাংলা মাস। চাঁদের আশাপাশে রয়েছে ২৭টি নক্ষত্র। প্রতি মাসে যে নক্ষত্রের কক্ষপথে প্রবেশ করার পর চাঁদ পূর্ণদশা প্রাপ্ত হয় অর্থাৎ পূর্ণিমা হয় সেই নক্ষত্রের নাম অনুসারে হয় মাসের নামের নামকরণ। জেনে নিন কী ভাবে-

বৈশাখ: বিশাখা নক্ষত্র থেকে নামকরণ হয়েছে এই মাসের।

জৈষ্ঠ: জেষ্ঠা নক্ষত্র থেকে এই মাসের নাম হয়েছে জৈষ্ঠ।

আষাঢ়: অষধা নক্ষত্র থেকে নাম হয়েছে আষাঢ় মাসের।

শ্রাবণ: এই সময়ের পূর্ণিমায় চাঁদ শ্রবণা নক্ষত্রের কক্ষপথে অবস্থান করে।

ভাদ্র: ভদ্রা নক্ষত্রের নাম থেকে এই মাসের নামকরণ করা হয়েছে ভাদ্র।

আশ্বিন: অশ্বিনী নক্ষত্রের কক্ষপথে এই সময় চাঁদ অবস্থান করে। তাই মাসের নাম আশ্বিন।

কার্তিক: কৃত্তিকা নক্ষত্রের নাম থেকে এই মাসের নাম হয়েছে কার্তিক।

অগ্রহায়ণ: এই সময় চাঁদ মৃগশিরা নক্ষত্রের কক্ষপথে অবস্থান করে। এই নক্ষত্রের অপর নাম অগ্রহায়ণী।এই সময় পাকা ধানের আঘ্রাণের জন্য এই মাসকে অঘ্রাণও বলা হয়।

পৌষ: পুষ্যা নক্ষত্রের নাম থেকে এই মাসের নাম হয়েছে পৌষ।

মাঘ: মঘা নক্ষত্রের নাম থেকে এই মাসের নাম রাখা হয়েছে মাঘ।

ফাল্গুন: এই মাসের নামকরণ করা হয়েছে ফাল্গুনী নক্ষত্রের নামানুসারে।

চৈত্র: বছরের শেষ মাসের নাম এসেছে চিত্রা নক্ষত্র থেকে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে