fojle rabbi

বিডি নীয়ালা নিউজ(১৫ই মার্চ১৬)-অনলাইন প্রতিনিধিঃ বাংলাদেশ ব্যাংকের নতুন  গভর্নর হলেন ফজলে কবির।

আতিউর রহমান পদত্যাগ করায় নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে সাবেক অর্থ সচিব ফজলে কবিরকে।

বর্তমানে ফজলে কবির সোনালী ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্বে আছেন।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

অর্থমন্ত্রী বলেন, ‘নতুন গভর্নর নিয়োগ দেয়া হয়েছে, তিনি হলেন সাবেক অর্থ সচিব ফজলে কবির। তিনি নিউইয়র্কে কর্মরত আছেন, সেখান থেকে এসেই দায়িত্ব বুঝে নেবেন।’

এদিকে রিজার্ভ থেকে টাকা চুরির ঘটনায় তোপের মুখে থাকা আতিউর রহমান আজ সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে গভর্নর থেকে পদত্যাগ করেন।

তবে ড. আতিউর রহমান পদত্যাগ করায় পদাধিকার বলে বাংলাদেশ ব্যাংকের অন্তর্বর্তীকালীন গভর্নরের দায়িত্ব পালন করবেন ডেপুটি গভর্নর-১ এম আবুল কাশেম।

বাংলাদেশ ব্যাংকের পরিচালনা বিধি অনুযায়ীই তিনি এ দায়িত্ব পালন করবেন। নতুন গভর্নর দয়িত্বে না আসা পর্যন্ত তিনিই এ দায়িত্বে থাকবেন।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে