ডেস্ক রিপোর্টঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এমন কথা জানিয়েছেন।

বৃহস্পতিবার নিউইয়র্কে নিয়মিত সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব অ্যান্তেনিও গুতেরেসের এ মুখপাত্র বলেন, দেশটির নির্বাচন পরিস্থিতি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।

‘এটি অবশ্যই নীতিগত বিষয়ে যে, যেখানেই নির্বাচন হোক না কেন, তা অবশ্যই অবাধ ও সুষ্ঠু হতে হবে।’ তিনি বলেন, জনগণকে মতামত প্রকাশের সুযোগ দিতে হবে।

বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। আসন্ন নির্বাচন উপলক্ষে দেশে ভোটের পরিবেশ নেই বলে অভিযোগ করে আসছে বিএনপি। তবে নির্বাচন কমিশন ও সরকারের পক্ষ থেকে তা বারবারই অস্বীকার করা হয়েছে।

বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড করে নির্বাচন বানচাল করতে চায় বলে সম্প্রতি অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

J/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে