_91065435_mediaitem91065434

বিডি নীয়ালা নিউজ (০৮ই সেপ্টেম্বর ২০১৬)- ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশের রাজধানী ঢাকার কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে এক কোটি টাকার বেশি জাল নোট উদ্ধারের কথা জানিয়েছে র‍্যাব।

র‍্যাব কর্মকর্তারা বলছেন ঢাকার জুরাইন ও বনশ্রী এলাকা থেকে জালনোটের সাথে জড়িত থাকার অভিযোগে তারা পাঁচজনকে আটক করেছেন।

আটককৃতদের মধ্যে একজনকে সাবেক ব্যাংক কর্মী বলা হলেও তার পরিচয় প্রকাশ করা হয়নি।

বাংলাদেশ ব্যাংক জাল নোটের প্রচলন বন্ধে নানরকম ব্যবস্থা নিলেও ঈদকে সামনে রেখে জাল টাকা বাজারে ছড়িয়ে দেয়ার চেষ্টা হচ্ছে বলে পুলিশ ধারণা করছে।

বাংলাদেশে কুরবানি ঈদের আগে প্রতিবছর এমন জালনোট উদ্ধারের তৎপরতা দেখা যায়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ ইতোমধ্যেই রাজধানিতে কুরবানির পশুর হাটে জাল টাকা সনাক্তকরণ মেশিন ও অতিরিক্ত অর্থ পরিবহনে বিশেষ মানি স্কট সুবিধা দেয়ার ঘোষণা দিয়েছে।

 

বিবিসি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে