চীনের এক কোম্পানির বসের পোস্টে 'লাইক' না দেয়ায় জরিমানা
এক মাসে একজন কর্মকর্তাকে ১৫০ ইয়ান জরিমানা দিতে হয়েছে বলে কোম্পানির আরেক কর্মকর্তা জানান।

বিডি নীয়ালা নিউজ( ২২ই আগস্ট ২০১৬ইং)-আন্তর্জাতিক ডেস্কঃ চীনের এক ট্রাভেল কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টে কোম্পানির অনেক কর্মকর্তা ‘লাইক’ দেননি বা কোন ধরনের মন্তব্য করেননি।

আর তাতেই ঘটেছে বিপত্তি। এই অপরাধের কারণে অনেক কর্মকর্তাকে গুনতে হয়েছে জরিমানার টাকা।

ঘটনাটি ঘটেছে চীনের পূর্বাঞ্চলীয় একটি শহরে।

জিনানে একটি ট্রাভেল কোম্পানির প্রায় দুইশো কর্মকর্তার প্রত্যেককে ৫০ ইয়ান অর্থাৎ প্রায় সাড়ে ৭ ডলার করে জরিমানা দিতে হয়েছে।

বেইজিং ইয়োথ ডেইলি এক প্রতিবেদনে জানিয়েছে এ খবর।

কোম্পানিটির প্রধান নির্বাহীর একটি মাইক্রোব্লগিং একাউন্টে লাইক বা কমেন্ট করার কথা বলা হয়েছিল কর্মকর্তাদের। ওই ব্লগে তিনি বিভিন্ন কোম্পানির খবরাখবর এবং বিভিন্ন ধরনে অনুপ্রেরণামূলক বক্তব্য শেয়ার করেন।

কিন্তু মন্তব্য করতে বলার পরও যারা সেখানে কোন ধরনের অংশগ্রহণ করেননি তাদের দেয়া হয়েছে এই জরিমানার শাস্তি।

 

 

bbc

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে