160308131403_sridhar_640x360_bbcbangla_nocredit

বিডি নীয়ালা নিউজ(৮ই মার্চ১৬)-স্পোর্টস ডেস্কঃ টি২০ বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টের পরিচালক এমভি শ্রীধর বিবিসি বাংলাকে বলেছেন, ধরমশালাতে উনিশে মার্চ ভারত-পাকিস্তানের নির্ধারিত ম্যাচে নিরাপত্তার পূর্ণ নিশ্চয়তা পাকিস্তানকে দেওয়া হয়েছে।

ধরমশালাতে বিবিসির শুভজ্যোতি ঘোষকে মি শ্রীধর বলেন, “বাস্তব পরিস্থিতি পাকিস্তানের একটি প্রতিনিধিদলকে জানানো হয়েছে, এখন সিদ্ধান্ত তাদের”।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের একটি দল গতকাল (সোমবার) ধরমশালা সফর করে।

হিমাচল প্রদেশে অবসরপ্রাপ্ত ভারতীয় সৈনিকদের একটি সমিতির আপত্তির কারণে ধরমশালায় উনিশে মার্চের ভারত-পাকিস্তান ম্যাচটি অনিশ্চিত হয়ে পড়েছে।

ঐ সমিতির বক্তব্য পাকিস্তানের সাথে সীমান্তে বিভিন্ন লড়াইতে এবং পাকিস্তানী জঙ্গিদের হামলায় এই রাজ্য থেকে যোগ দেওয়া অনেক সৈনিক মারা গেছে। সুতরাং পাকিস্তান দল এখানে খেললে প্রয়াত ঐ সব সৈনিক ও তাদের স্বজনদের অসম্মান করা হবে।

এই দাবির সাথে সুর মিলিয়েছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী।

কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড পাকিস্তানের সাথে ম্যাচটি ধরমশালাতে করতে বদ্ধপরিকর। কেন্দ্রীয় সরকারও বোর্ডকে সমর্থন করছে।

160217124015_pakistan_cricket_640x360_afp

এই বিতর্কের পরিপ্রেক্ষিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির নিরাপত্তা প্রধান আযম খানের নেতৃত্বে দুই সদস্যের একটি দল গতকাল (সোমবার) ধরমশালা সফর করে।

কিন্তু ১৯শে মার্চের ম্যাচটি পাকিস্তান খেলবে কিনা পিসিবি সেই সিদ্ধান্ত এখনো জানায়নি।

এমভি শ্রীধর বলেছেন, নিরাপত্তা নিয়ে হিমাচল পুলিশ এবং প্রশাসন পিসিবি প্রতিনিধিদের সর্বতোভাবে আশ্বস্ত করেছে।

“আয়োজকরা ম্যাচের জন্য প্রস্তুত। ম্যাচের টিকিটও বিক্রি করা হয়েছে”।

তবে ধরমশালা থেকে সংবাদদাতা শুভজ্যোতি ঘোষ জানাচ্ছেন, প্রাক্তন সৈন্যদের সমিতি এখনও গো ধরে রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহও মুখ খুলছেন না।

সূত্রঃ বিবিসি বাংলা ।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে