ডেস্ক রিপোর্টঃ বঙ্গোপসাগরে ৬৫ দিনের জন্য মৎস্য আহরণ সংক্রান্ত নিষেধাজ্ঞা আজ সোমবার থেকে শুরু হয়েছে। আগামি ২৩ জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
বরগুনা জেলা মৎস্যজীবী সমিতির সভাপতি আবদুল খালেক দফাদার জানান, ২০১৫ সালে মৎস্য ও প্রাণিস¤পদ মন্ত্রণালয়ের মৎস্য-২ (আইন) অধিশাখা দেশের সামুদ্রিক মৎস্য স¤পদ বৃদ্ধি করার লক্ষ্যে বঙ্গোপসাগরে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মৎস্য আহরণে নিষেধাজ্ঞা আরোপ করে প্রজ্ঞাপন জারি করে। নির্দেশনায় ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত বঙ্গোপসাগরে মাছ আহরণের জন্য ব্যবহৃত যান্ত্রিক ও অযান্ত্রিক নৌযান চলাচলেও নিষেধাজ্ঞা দেয়া হয়। তবে স্থানীয় নদ-নদী এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘২০১৫ সালের এই প্রজ্ঞাপনটি বাস্তবায়নের জন্য মৎস্য বিভাগের পক্ষ থেকে প্রচারণা চালানো হচ্ছে। গবেষকরা মনে করেন, মৎস্য স¤পদ বৃদ্ধির জন্য এই সময়ে নিষেধাজ্ঞা দেওয়া উচিত। জেলেরা এই আইন মানলে আমাদের মৎস্য স¤পদ বৃদ্ধি পাবে। পাশাপাশি তারা উপকৃত হবেন। এই নির্দেশনা কেই অমান্য করলে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বাসস

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে