12665832_1228290017198335_1699287413_n

বিডি নীয়ালা নিউজ(২৪ই ফেব্রুয়ারী১৬)-ঢাকা প্রতিনিধিঃ ঝড়ো হাওয়া ও প্রবল শিলাবৃষ্টির কারণে ২১ শে বইমেলা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার বিকাল ৩টা মেলা শুরু হওয়ার নির্ধারিত সময় থাকলেও প্রায় ৪টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলার গেট খোলা হয়নি।

বাংলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা পিয়াস মজিদ গণমাধ্যমকে জানান, বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে অমর একুশে বইমেলার বিভিন্ন স্টল। মেলার সোহরাওয়ার্দী অংশে জমে রয়েছে গোড়ালি সমান পানি। বাংলা একাডেমি প্রাঙ্গণের অবস্থাও কর্দমাক্ত। এই জন্য বাধ্য হয়ে মেলা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। পানি নিষ্কাশনের জন্য ফায়ার সার্ভিসকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা কাজ করছে।

তিনি আরও জানান, সকালের বৃষ্টির পর দুপুরে যদি ফের বৃষ্টি না হতো তাহলে মেলা শুরু নিয়ে জটিলতা সৃষ্টি হতো না।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে