nyeimar

বিডি নীয়ালা নিউজ( ২১ই আগস্ট ২০১৬ইং )-স্পোর্টস ডেস্কঃ  বিশ্বকাপ ফুটবল মানেই অন্যতম ফেভারিট দল ব্রাজিল। কিন্তু অলিম্পিকসে কখনও স্বর্ণের দেখা মেলেনি দেশটির ফুটবলারদের। তবে এবার নিজ দেশের মাটিতে সেই দু:খও ঘুচলো।

জার্মানিকে হারিয়ে রিও অলিম্পিক ফুটবলে স্বর্ণপদক জিতে নিল নেইমারের ব্রাজিল। ফুটবলে পুরুষদের বিভাগে পেনাল্টিতে ৫-৪ গোলের ব্যবধানে জয় পেয়েছে তারা।

দুইবছর আগে জার্মানির কাছেই ৭-১ গোলের বিশাল ব্যবধানে বিধ্বস্ত হয়েছিল ব্রাজিল। সেটা অবশ্য বিশ্বকাপ ফুটবল ২০১৪ আসরের সেমি ফাইনালের কথা।

মারকানা স্টেডিয়ামে নিজ দেশের মাঠে ৭৮ হাজার দর্শকের সামনে সেই প্রতিশোধ নেয়ার সুযোগ পেয়ে সদ্ব্যবহার করলো ব্রাজিল।

বার্সেলোনার তারকা খেলোয়াড় নেইমার অবশ্য ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে পারেননি ইনজুরির কারণে।

অলিম্পকের ফাইনাল ম্যাচ শুরুর পর ২৭ মিনিটেই ফ্রি কিক থেকে করা গোল দিয়ে ব্রাজিলকে এগিয়ে নিয়েছিলেন নেইমার। তবে দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটের মাথায় সমতা ফেরান জার্মানির ম্যাক্স মেয়ার।

এর পর আক্রমণ-পাল্টা আক্রমণ চলতে থাকে।১-১ গোলে সমতা নিয়েই শেষ হয় অতিরিক্ত সময়ের খেলাও।

টাইব্রেকারে জয়সূচক গোলটি আসে নেইমারের পা থেকেই।

এর আগে ৮৪, ৮৮ এবং ২০১২ সালে অলিম্পিক ফুটবলের ফাইনালে উঠলেও, সোনার দেখা মেলেনি ব্রাজিলের।

 

 

bbc

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে