Faridur Reza Sagor er CHUTU KAKU lunch, Image (2)

বিডি নীয়ালা নিউজ(২৯ই ফেব্রুয়ারী১৬)-ঢাকা প্রতিনিধিঃ  বিশিষ্ট শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের জনপ্রিয় ছোটকাকু সিরিজ অবলম্বনে রঙিন বর্ণাঢ্য একটি ‘কমিকস বুক’ গতকাল প্রকাশ হয়েছে।

কমিকস বুকটি প্রকাশ উপলক্ষে ২৮ ফেব্রুয়ারি চ্যানেল আই-এর  সিটিসেল তারকা কথন অনুষ্ঠানে উপস্থিত থেকে বইয়ের মোড়ক উন্মোচন করেন সিনিয়র সাংবাদিক ও মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, নির্মাতা অভিনেতা ও ছোট কাকু আফজাল হোসেন ও ছোট কাকুর স্রষ্টা ফরিদুর রেজা সাগর।

আরও উপস্থিত ছিলেন আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান ও গ্রন্থটির সার্বিক তত্বাবধায়ক শিপলু রহমান খান।

বিশ্বসাহিত্যে অনেক সুপার হিরো আছে। এসব চরিত্র বিশ্বব্যাপী শিশু-কিশোরদের অনেক পছন্দের। ফরিদুর রেজা সাগর-এর ছোট কাকু গ্রন্থ  ও টেলিভিশনে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। শুধু ছোটরা নয় বড়রাও ছোটকাকু সিরিজের দারুণ ভক্ত। একথা মাথায় রেখে ছোটকাকুকে কমিকস বুকে আনা হয়েছে। আফজাল হোসেন অভিনীত ও নির্মিত ছোটকাকু’র প্রথম পর্বে কক্সবাজারে কাকাতুয়াকে নিয়ে কমিকস গ্রন্থটি প্রকাশ হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে