2012-01-14-05-38-24-4f1114d0e8acc-t

বিডি নীয়ালা নিউজ(১৬জানুয়ারি১৬)- আন্তর্জাতিক প্রতিবেদনঃ অনেকটা উত্তেজনার মধ্য দিয়ে তাইওয়ানে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে আজ।

শনিবার (১৬ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। একই দিন বিকেল ৪টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে।

নির্বাচনে তাইওয়ানের ১ কোটি ৮১ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।

সংবাদ মাধ্যমগুলোর খবরে আরও বলা হয়, প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়া প্রধান দুই প্রার্থী হচ্ছেন প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) সাই ইং-ওয়েন ও ক্ষমতাসীন দল কেএমটির এরিক চু।

প্রথমবারের মতো তাইওয়ানের নাগরিকরা নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে বলে ধারণা করছে বিশ্লেষকরা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে