2016-09-28_8_309962

ডেস্ক রিপোর্টঃ  প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে প্রখ্যাত সাহিত্যিক, কবি ও নাট্যকার সৈয়দ শামসুল হকের প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর পক্ষে প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কেন্দ্রীয় শহীদ মিনারে সৈয়দ শামসুল হকের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব সাজ্জাদুল হাসান এবং প্রটোকল অফিসার এস এম খুরশিদ-উল-আলম তাদের সঙ্গে ছিলেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র সফরের শেষ পর্যায়ে এখন ওয়াশিংটন রয়েছেন।
সৈয়দ শামসুল হকের একজন গুণমুগ্ধ হিসেবে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগের আগে প্রধানমন্ত্রী গত ১১ সেপ্টেম্বর ইউনাইটেড হাসপাতালে তাকে দেখতে যান।
এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, সৈয়দ হকের মৃত্যুর খবরে তিনি গভীর দুঃখ পেয়েছেন।
তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে যথাযথ মর্যাদার সঙ্গে সব্যসাচী এই লেখকের দাফন সম্পন্ন করার সকল ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
সৈয়দ হক গতকাল বিকেলে ৮১ বছর বয়সে ঢাকায় ইন্তেকাল করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে