ডেস্ক রিপোর্টঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে খোলা  ১ হাজার ৩৩২টি ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করেছে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি)।ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, একটি সংঘবদ্ধ কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন গুজব সৃষ্টি ও অপপ্রচারের মাধ্যমে সরকারের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে ঐসব অ্যাকাউন্ট খুলেছিল। আর  সেই  কারণে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এসব আইডি বন্ধ করার উদ্যোগ গ্রহণ করে।

এ ছাড়া সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গসহ বাংলাদেশ নির্বাচন কমিশন, বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনীর নামে ফেসবুকে পরিচালিত অনুমোদনবিহীন ২৮৮টি পেজ, ২৮টি গ্রুপ ও ৭১টি আইডি মুছে ফেলা হয়েছে।

P/B/A/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে