madhomik sikkha odhidoptor

বিডি নীয়ালা নিউজ(২৯ই এপ্রিল১৬)-অনলাইন প্রতিবেদনঃ  তীব্র তাপদাহের সময় পরিচালনা কমিটির অনুমোদন নিয়ে উচ্চ বিদ্যালয়গুলো মর্নিং স্কুল চালু করতে পারবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।

অধিদফতরের এক নির্দেশনায় বলা হয়েছে, স্থানীয় পর্যায়ে তাপদাহের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠান পরিচালনা কমিটি বিদ্যালয়ের নির্ধারিত শ্রেণি কার্যক্রমের সময়সূচি পুনর্বিন্যাসের ব্যবস্থা করতে পারেন।

প্রাত্যহিক সমাবেশ স্থগিত করে ডাবল শিফট বিদ্যালয়ে নির্ধারিত সময়ের আগেই শ্রেণি কার্যক্রম শুরু করা যেতে পারে বলেও নির্দেশনা দিয়েছে মাউশি।

মাউশি বলছে, বিদ্যালয় কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের জন্য নিরাপদ পানীয় জলের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে