ডেস্ক রিপোর্টঃ নির্বাচন প্রচারসামগ্রী সরিয়ে ফেলার সময়সীমা আরও তিন দিন বাড়ানো হয়েছে।

বুধবার সকালে নির্বাচন কমিশনে সহকারী রিটার্নিং অফিসারদের সঙ্গে এক অনুষ্ঠানে এ কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। কোনো প্রার্থীই যেন অতিরিক্ত সুযোগ-সুবিধা না পায় সে বিষয়ে বিশেষ খেয়াল রাখতে বলেন তিনি।

থানার ওসি, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের মধ্যে সমন্বয় রাখার প্রতিও গুরুত্ব দেন প্রধান নির্বাচন কমিশনার। ১৪ নভেম্বরের পরিবর্তে ১৭ নভেম্বরের মধ্যে পোস্টার, ব্যানার, তোরণ সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা।

এ ছাড়া নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখা সহকারী রিটার্নিং অফিসারদের ওপর বর্তায় এবং প্রত্যেকটি কেন্দ্রের খোঁজখবর তাদেরই রাখতে হবে, বলেন সিইসি।

J/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে