ডেস্ক রিপোর্টঃ যুক্তরাষ্ট্রের এক অধিবাসীকে খেয়ে ফেলেছে তার পোষা ১৮টি কুকুর। এমনভাবে খেয়েছে যে, হাড়, মাংস, চুল কিছুই বাদ রাখেনি তারা। রাক্ষুসে এই কুকুরগুলো ছিল মিশ্র প্রজাতির। মালিককে না পেয়ে শেষমেশ কুকুরের মল পরীক্ষা করে উদ্ধার করা সম্ভব হয়েছে মালিকের শরীরের হাড় এবং চুল। ঘটনাটি ঘটে আমেরিকার ডালাস শহরের জনসন কাউন্টি এলাকায়। খবর ইন্ডিপেন্ডেন্ট’র।

জনসন কাউন্টির শেরিফ(পুলিশ) জানিয়েছে, ‘‌৫৭ বছর বয়সী ওই মালিকের নাম ফ্রেডি ম্যাক। মে মাসে ম্যাকের পরিবার আমাদের জানিয়েছিল যে এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর থেকে তদন্ত শুরু করি আমরা। খুঁজতে খুঁজতে এই ঘটনার কথা জানতে পারি।’‌

আরেকজন শেরিফ জানিয়েছেন, ‘‌ম্যাকের বাড়িতে ঢুকতে গেলেই তেড়ে আসছিল কুকুরগুলো। তারপর কায়দা করে ভেতরে ঢুকেও আমরা ম্যাকের দেহ পাইনি। আশেপাশের অঞ্চল তন্নতন্ন করে খুঁজে কুকুরের মল থেকে হাড়ের টুকরো ও চুল পাই। ওই হাড়ের টুকরো ও চুল ডিএনএ টেস্টের জন্য উত্তর টেক্সাস বিশ্ববিদ্যালয়ে পাঠানোর পর জানা গিয়েছে, তা ম্যাকের শরীরের হাড়।

শেরিফ অ্যাডাম কিং জানিয়েছেন, ‘‌ম্যাকের বেশকিছু শারীরিক সমস্যা ছিল। তাঁর মৃত্যু শারীরিক অসুস্থতার কারণে নাকি কুকুরগুলিই মেরে ফেলেছে তাদের মালিককে, আমরা এখনও জানি না। ম্যাকের পরিবারের জন্য আমাদের সমবেদনা রইল।’

পিবিএ/এএইচ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে