1

বিডি নীয়ালা নিউজ(০৪ফেব্রুয়ারি ১৬)- মারুফ সরকার (সিরাজগঞ্জ প্রতিনিধি): সিরাজগঞ্জে পৃথক তিনটি ভ্রাম্যমান আদালতের অভিযানে অর্থ জরিমানা ও কারাদন্ড। খাদ্য অপরিষ্কারের কারণে আজ একটি সেমাইমিলে জরিমানা করা হয়। র‌্যাব ১২ ডিএডি ইউনুস আলীর নেতৃত্বে আজ সকালে মাহমুদপুর ২ নং গলিতে তৃপ্তি সেমাই মিলে এই অভিযান চালায় র‌্যাব ১২। পরে মোবাইল কোটে ভোক্তা সংরক্ষন আইনে তাদের থেকে ১০ হাজার টাকা জরিমান করে বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট তানভীর আহম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা স্যানেটারি ইন্সপেক্টার মোঃ আলী জিন্নাহ। এর আগে গতকাল মাদক সেবনের দায়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ২৬ ধারায় আলাদা ২টি মামলায় ৬ মাসের সশ্রম কারাদন্ড দেয় ভ্রাম্যমান আদালত। এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ফারাহ নাজ আহমেদ এ রায় দেন। তারা হল একডালা গ্রামের মৃত আজিজুলের ছেলে মোঃ সুলতান (২৮) ও রেলওয়ে কলনি মৃত কালু সেখের ছেলে মোঃ আলি শেখ (৩০)। এদের দুজনকে মাদক খাওয়ার অপরাধে চামরা পট্টি থেকে আটক করে সাজা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য ইন্সেপেক্টার আবু নায়ো মোঃ কাজী নুরনবী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে