2016-09-30_3_23796

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানি সৈন্যরা আবারো অস্ত্রবিরতি লংঘন করে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের আখনূর জেলার নিয়ন্ত্রণ রেখা লাইন অব কন্ট্রোলে হামলা চালিয়েছে।
এই নিয়ে দেশটি সেপ্টেম্বর মাসে ৫ বার ও গত ৩৬ ঘন্টায় ৩ বার অস্ত্রবিরতি লংঘন করল।
খবর বার্তা সংস্থা পিটিআইর।
জম্মুর ডেপুটি কমিশনার সিমরানদ্বীপ সিংহ বলেন, ‘রাতে জম্মুর পাল্লানওয়ালা, চাপরিইয়াল ও সামনাম এলাকাগুলোতে পাকিস্তান হালকা অস্ত্রের সাহায্যে গুলি চালায়।’
তিনি আরো বলেন, স্থানীয় সময় রাত সাড়ে ১২টায় এই হামলা শুরু হয়। রাত ১টা ৩০ মিনিট পর্যন্ত এই হামলা চলে।
সিমরানদ্বীপ আরো বলেন, এই গুলি বর্ষণের ঘটনায় কেউ হতাহত হয়নি।
গতকাল পাকিস্তানী সৈন্যরা মেনধার সেক্টরের ব্যলনোই এলাকায় গুলি চালিয়েছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
২৮ সেপ্টেম্বর, পাকিস্তান সেনাবাহিনী সাবজিয়ান এলাকার পুঞ্চ সেক্টরের এলওসিতে ভারতীয় সেনাবাহিনীর ঘাঁটিতে হামলা চালায়।
৬ সেপ্টেম্বর পাকিস্তানি সৈন্যরা পুঞ্চ সেক্টরের এলওসির একটি ভারতীয় সেনা ঘাঁটিতে হামলা চালায়।
২ সেপ্টেম্বর, পাকিস্তানি সৈন্যরা অস্ত্রবিরতি লংঘন করে আখনূর সেক্টরের এলওসির সেনা ঘাঁটিগুলোতে হামলা চালায়।
ওই কর্মকর্তা আরো বলেন, গত বছর ৪০৫টি ঘটনায় সীমান্তে পাকিস্তানি সৈন্যদের গুলিতে ভারতের ১৬ বেসামরিক লোক নিহত ও আরো ৭১ জন আহত হয়।

 

বি/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে