পাকিস্তানে আদালত এলাকায় আত্মঘাতী হামলা

বিডি নীয়ালা নিউজ(২রা  সেপ্টেম্বর ২০১৬ইং)-ডেস্ক রিপোর্টঃ পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্তে পেশোয়ারের সিটি অফ মর্দানে পরপর দু’টি বিস্ফোরণে কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় ৫২ জন সাধারণ মানুষ। জেলা-দায়রা আদালতের বাইরে এ আত্মঘাতী বিস্ফোরণ হয়।

উদ্ধারকারী দলের পদস্থ কর্মকর্তা হারিস হাবিব জানিয়েছেন, এখনও পর্যন্ত ১২ আইনজীবীর মৃতদেহ পাওয়া গেছে। মোট ৫২ জন আহতকে আদালত চত্বর থেকে উদ্ধার করা হয়েছে।

তবে সরকারি সূত্রে মৃতের সংখ্যা ১২ হলেও, অসমর্থিত সূত্রে জানা যায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৭ জনের। আইনজীবী, পুলিশ ও সাধারণ মানুষ যারা সেই সময় আদালত চত্বরে উপস্থিত ছিলেন, প্রত্যেকেই কমবেশি আহত হয়েছেন।

এর আগেও খ্রিস্টান কলোনিতে আক্রমণ করেছিল জঙ্গিরা। তবে কোনো জঙ্গিগোষ্ঠী এখনও ঘটনার দায় স্বীকার করেনি।

সন্দেহ করা হচ্ছে চারজন জঙ্গি আত্মঘাতী বিস্ফোরণের জন্য এসেছিল। আদালত চত্বরে মোট দু’টি বিস্ফোরণ হয়েছে। আজ সকালে আদালত শুরু হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটায় মৃত্যুমিছিল আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

হাবিব জানান, প্রথম একটা ছোট বিস্ফোরণ হয়। তারপর বিস্ফোরণটা বড় হয়। পেশোয়ারের মার্দান জেলায় এমার্জেন্সি ঘোষণা করে হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতদের।

B/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে