আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের আকাশসীমায় ঢুকে ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করার পর পাইলট উইং কমান্ডার ভি অভিনন্দনকে আটক করেছে পাকিস্তান। আটক অভিনন্দনের স্থির ও ভিডিওচিত্র প্রকাশ করেছে দেশটি।

পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) তার কাছ থেকে জব্দ করা কিছু আলামতের স্থির ছবি দিয়েছে। ছবিগুলো পাকিস্তানের দ্য ডন পত্রিকা প্রকাশ করেছে।

পাকিস্তানে বিমান হামলা চালাতে গিয়ে আহত অবস্থায় আটক হন ভারতীয় বিমানবাহিনীর পাইলট উইং কমান্ডার অভিনন্দন। আহত অভিনন্দনকে চিকিৎসা দেয় পাকিস্তান সেনাবাহিনী।

সংবাদমাধ্যমে ভারতীয় বিমানবাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বলেন, আমরা দুই প্রতিবেশী শত্রু রাষ্ট্র হলেও পাকিস্তান আর্মি আমাকে আটকের পর চিকিৎসা দিয়েছে। সম্মান করেছে। পাক সেনারা খুবই ভদ্রলোক। আমি মনে করি পাকিস্তান আর্মি থেকে আমাদের ব্যবহার শেখার আছে।

অভিনন্দন আরও বলেন, যারা পাকিস্তান সেনাদের বদনাম করেন তারা না জেনে করেন।

J/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে