Samina mehtab

বিডি নীয়ালা নিউজ (০৪ সেপ্টেম্বর ২০১৬)-ডেস্ক রিপোর্টঃ মীর কাসেমের মৃতুদণ্ডের ওপর পাকিস্তানের বিবৃতির প্রতিবাদ জানানোর অংশ হিসেবে দেশে নিযুক্ত পাকিস্তানের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সামিনা মেহতাবকে ডেকে পাঠিয়েছে সরকার। সামিনা মেহতাব এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ে অবস্থান করছেন।
এর আগে এ বিষয়ে একটি প্রতিবাদলিপি তৈরি করে পররাষ্ট্র মন্ত্রণালয়। পাকিস্তানের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের হাতে এ প্রতিবাদলিপি তুলে দেওয়ার কথা রয়েছে।
আগের দিন, মানবতবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত আসামী মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় ৩ সেপ্টেম্বর প্রতিক্রিয়ামূলক বিবৃতি দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মীর কসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকরে তারা দুঃখ প্রকাশ করছে।
শনিবার রাত ১০টা ৩৫ মিনিটে মুক্তিযুদ্ধকালীন চট্টগ্রামের কিশোর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন আহমেদসহ আটজনকে হত্যার দুটি ঘটনায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় তখনকার আলবদর কমান্ডার মীর কাসেমকে ২০১৪ সালের ২ নভেম্বর মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল।

জামায়াতে ইসলামী এর আমির মতিউর রহমান নিজামী ও  বিাএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডের পরও পাকিস্তান এরূপ বিবৃতি দিয়েছিল।

 

বা/ট্রি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে