7101ec937e399197d14006db04664c55-5777d3cc2974e

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনের কার্যবিবরণী সভা অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্রমন্ত্রী সাধারণ পরিষদের কার্যবিবরণী সভায় দেড়ঘন্টা সভাপতিত্ব করেন। সভাপতি হিসাবে তিনি ইয়েমেনের প্রেসিডেন্ট, হাইতির প্রেসিডেন্ট , লুক্সেমবার্গের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান এবং সাধারণ অধিবেশনে বক্তব্য রাখার আহবান জানান।
তিনি কমোরস ইউনিয়নের প্রেসিডেন্টকে তার বক্তব্যের জন্য ধন্যবাদ জানান।
জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল জান ইলিয়াসসন এ সময় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেঁ মঞ্চে উপবিষ্ট ছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী শেষে তাঁর চেয়ারম্যানশিপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনের সভাপতি ফিজির পিটার থমসনের কাছে হস্তান্তর করেন।
বাংলাদেশ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনের অন্যতম ভাইস প্রেসিডেন্ট এবং জাতিসংঘের জেনারেল কমিটির সদস্য নির্বাচিত হয়েছে।

 

বি/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে