tramp

বিডি নীয়ালা নিউজ(২৪ই ফেব্রুয়ারী১৬)-আন্তর্জাতিক প্রতিবেদনঃ প্রেসিডেন্ট প্রার্থী বাছাইয়ের লড়াইয়ে (ককাস) একের পর এক জিতে চলছেন রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ জিতেছেন নেভাদা ককাসে।

নেভাদা ককাসে ৪২ শতাংশ ভোট পেয়েছেন ট্রাম্প। অন্যদিকে রিপাবলিকান প্রার্থী ও ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও ২৫ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। আর ২১ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন টেক্সাসের সিনেটর টেড ক্রুজ।

রিপাবলিকান পার্টির অপর প্রার্থী অবসরপ্রাপ্ত নিউরোসার্জন বেন কারসন পেয়েছেন ৮ শতাংশ ভোট। আর ৪ শতাংশ ভোট পেয়ে সর্বনিম্ন অবস্থানে আছেন ওহাইর গভর্নর জন কাসিচ।

রিপাবলিকান পার্টির পক্ষ থেকে মনোনয়ন পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন মার্কিন ধনকুবের ডোনাল্ড ট্রাম্প। এর আগে তিনি নিউ হ্যাম্পশায়ার ও সাউথ ক্যারোলাইনা ককাসে জিতেছেন।

বিশ্লেষকদের ভাষ্য, তিনটি ককাসে জয়ী হওয়ার পর ট্রাম্পকেই সম্ভাব্য রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী মনে করা হচ্ছে।

সূত্রঃ সিএনএন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে