UP-Election20151013143601

বিডি নীয়ালা নিউজ(২৬ই মার্চ১৬)- আসাদুজ্জামান সুজন(নীলফামারী প্রতিনিধি):  নীলফামারী সদরের পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদের প্রতিদ্বন্দী ছয় প্রার্থী তাদের নিজ নিজ ইস্তেহার ঘোষণা করেছেন।

শুক্রবার (২৫মার্চ) সন্ধ্যায় ইউনিয়নের পঞ্চপুকুর স্কুল এন্ড কলেজ মাঠে ইউনিয়নের ছাত্রদের সংগঠন ইউনিভারসিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব পঞ্চপুকুর এর আয়োজনে ‘আগামীর পঞ্চপুকুর’ নামে অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত এলাকাবাসির উপস্থিতে তারা ঘোষণা করলেন নিজ নিজ ইস্তেহার।

এ সময় সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি আবহাওয়া অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তাফিজার রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছয় প্রতিদ্বন্দী প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ প্রার্থী হবিবর রহমান (নৌকা),  বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম (ধানের শীষ) ইউনিয়ন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান ওয়াহেদুল ইসলাম সরকার (মোটরসাইকেল) অপর বিদ্রোহী মশিউর রহমান প্রামানিক (চশমা) ও নাজমুল হক (আনারস), স্বতন্ত্র নুরুল আমিন সরকার (টেলিফোন)।

সংগঠনটির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন জানান, জন প্রতিনিধিদের অংশগ্রহণে আগামীতে আমরা উন্নত, সমৃদ্ধ সমাজ ব্যবস্থা গঠনের মাধ্যমে দারিদ্রমুক্ত পঞ্চপুকুর দেখতে চাই। এ লক্ষ্যে নির্বাচনের আগে প্রতিদ্বন্দী প্রার্থীদের নিয়ে ‘আগামীর পঞ্চপুকুর’ নামে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রার্থীরা শপথ পাঠ করে আগামী পঞ্চপুকুর গঠনে নিজ নিজ ইস্তেহার ঘোষণা করেন। নির্বাচিত প্রতিনিধি যাতে ঘোষিত ইস্তেহার অনুযায়ী কাজ করেন এ লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে ওই অনুষ্ঠানটির ভিডিও ধারণ করে সংরক্ষণ করা হবে। জনগনের কাছে নির্বাচিত প্রতিনিধির জবাবদিহিতার এটি একটি প্রচেষ্টা মাত্র।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে