আসাদুজ্জামান সুজন, নীলফামারী থেকেঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী জেলার চারটি আসনে ১৯ জনের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। এরমধ্যে নীলফামারী-১ আসনে ৪জন, নীলফামারী-২ আসনে ১জন, নীলফামারী-৩ আসনে ৬জন এবং নীলফামারী-৪ আসনে ৮জন প্রার্থী রয়েছেন।

রিটার্নিং অফিসারের কার্যালয় সুত্র জানায়, বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন নীলফামারী-১ আসনে বিএনপির আহমেদ বাকের বিল্লাহ মুন, স্বতন্ত্র প্রার্থী আমিনুল হোসেন সরকার, আব্দুস সাত্তার, মখদুম আজম মাশরাফী, নীলফামারী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী এজানুর রহমান, নীলফামারী-৩ আসনে স্বতন্ত্র বাদশা আলমগীর, গোলাম আজম এলিচ, আনসার আলী মিন্টু, আব্দুল ওয়াহেদ বাহাদুর, বিএনপির ফাহমিদ ফয়সাল চৌধুরী ও গণফ্রন্টের মোজাম্মেল হক এবং নীলফামারী-৪ আসনে বিএনপির আমজাদ হোসেন সরকার, স্বতন্ত্র প্রার্থী সিকান্দার আলী, আখতার হোসেন বাদল, ফরহাদ হোসেন, রশিদুল ইসলাম, মিনহাজুল ইসলাম মিনহাজ, আমিনুল ইসলাম সরকার ও আমেনা কোহিনুর।

রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন জানান, গত ২৮নভেম্বর মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে চারটি আসন থেকে ৪৫জন মনোনয়ন পত্র দাখিল করেন।  জেলা পর্যায়ে যাচাই বাছাই শেষে ১৯জনের প্রার্থীতা বাতিল হওয়ায় ২৬জন প্রার্থী হিসেবে রয়েছেন এখন।

জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম জানান, বাতিল হওয়া বিক্ষুদ্ধ প্রার্থীগণ নির্বাচন কমিশনে আপীল করতে পারবেন সেখানেও প্রার্থীতা বাতিল হলে উচ্চ আদালতের স্মরণাপন্ন হতে পারবেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে