electric shock nilfamari

বিডি নীয়ালা নিউজ(২২ই আগস্ট ২০১৬ইং)-ডেস্ক রিপোর্টঃ  নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে পাঁচজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন ১৩ জন।

এ ঘটনায় মৃতরা হলেন- তরিকুল (২৩), হাবু মিয়া (২২) ও লোকমান (৩৫) তিল উদ্দিন(২২) ও মোসা আলী (৪০)।

কিশোরগঞ্জ থানার ওসি বজলুর রশিদ জানান, রোববার সন্ধ্যায় খামার গাড়াগ্রাম গ্রামের শাহজাহান মিয়ার বাড়ির পাশে অবস্থিত পর পর ৩টি ট্রান্স মিটারের তার ছিড়ে পুরো গ্রাম বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই একজন এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল নেয়ার পথে দুইজন এবং গভীর রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়।

আহত ১৩ জনকে রংপুর মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান ওসি।

আহতরা হলেন- বিপ্লব (৩০), নাইম (২০), তাহেরা (৪৫), আরিফুল(২৩), শাহরিয়ার (২৭), আরমান (২৫), বাবু(২২), সাজু (২৩), রশিদুল (৩০), সাইদুল (১৯), রহমত (৩২), ইকবাল (২৭) ও আনিসুর।

রংপুর মেডিকেল সার্জারি বিভাগের কনসালটেন্ট সার্জেন্ট ড. মো. বাসেদ জানান, রাতে বিদ্যুৎস্পৃষ্ট দগ্ধ ১৫ জনকে হাসপাতালে আনা হয়। পরে গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়। অন্যরা এখানো চিকিৎসাধীন রয়েছেন।

 

যু/গা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে