ডেস্ক রিপোর্টঃ জেলার সদর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (অনূর্ধ্ব ১৭ বালক) ফুটবল টুর্ণামেন্টে ইটাখোলা ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়েছে। রোববার বিকেলে জেলা শহরের বড়মাঠের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ইটাখোলা ইউনিয়ন দল ১-০ গোলে কচুকাটা ইউনিয়ন দলকে পরাজিত করে।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের হাতে ট্রফি তুলে দেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
এ সময় তিনি খেলোয়ারদের উদ্দেশ্যে নূর বলেন, ‘জেলা শহরের এই মাঠ থেকে অনেক ফুটবল খেলোয়ার তৈরী হয়েছে। তারা অনেকে জাতীয় দলসহ বিভিন্ন নামকরা ক্লাবে খেলেছে। খেলার এমন চর্চার মধ্য দিয়ে আমরা সে ধারা অব্যাহত রাখতে চাই।’
হাল না ছেড়ে মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুজার রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রশীদ মঞ্জু, কচুকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী ও সান্তনা চক্রবর্তী প্রমুখ।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন জানান, সদর উপজেলার ১৫টি ইউনিয়নের ১৫টি দল ওই টুর্ণামেন্ট অংশ নেয়।
আগামী ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে জেলা পর্যায়ের টুর্ণামেন্ট।

B/S/S/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে