2016-02-14 18.58.46

বিডি নীয়ালা নিউজ(১৫ফেব্রুয়ারি১৬)- আসাদুজ্জামান সুজন (নীলফামারী প্রতিনিধি): ডিপ্লোমা কৃষিবিদদের দশম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়নের দাবীতে এবং দ্বিতীয় শ্রেণী পদমর্যাদার দাবীতে নীলফামারীতে মানববন্ধন করেছেন ডিপ্লোমা কৃষিবিদ ইনিস্টিটিউশন এর কর্মকর্তরা।

গতকাল রবিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর দুইটায় শহরের স্বাধীনতা স্মৃতি অম্লান চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।
এই মানববন্ধন কর্মসুচিতে অংশ নেয় জেলার ছয় উপজেলার নেতৃবৃন্দ।

মানববন্ধন চলাকলিন সমাবেশে বক্তব্য রাখেন নীলফামারী জেলা শাখার সভাপতি নাজুমুল হুদা মিঠু এবং সাধারণ সম্পাদক মহসীন রেজা রূপমসহ অন্যান্য সকল উপজেলা থেকে আগত নেতৃবৃন্দরা।

বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গঠনের লক্ষ্যে ডিপ্লোমা কৃষিবিদ উপসহকারী কৃষি কর্মকর্তাগণ কৃষি প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে কৃষকদের পাশে থেকে তাদের আর্থ সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। তাই তারা ডিপ্লোমা কৃষিবিদদের দশম গ্রেড বেতন স্কেল দ্রুত বাস্তবায়নের  দাবি জানায় ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে