nilphamari

বিডি নীয়ালা নিউজ(২১জানুয়ারি১৬)- আসাদুজ্জামান সুজন (নীলফামারী প্রতিনিধি): ডিজিটাল উদ্ভাবনী মেলা আয়োজনের লক্ষে নীলফামারী জেলা প্রশাসক এক সংবাদ সম্মেলন করেন।বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক জাকীর হোসেন জানান আগামী ২৩ ও ২৪ জানুয়ারী নীলফামারীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসনের আয়োজনে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে আয়োজিত ওই মেলা অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। উক্ত সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের অংশগ্রহন করে। এ সময়  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এজেএম এরশাদ আহসান হাবিব, সহকারী কমিশনার আইসিটি জেতী প্রু, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক প্রমুখ।জেলা প্রশাসক জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশনের (এটুআই) সহযোগীতায় অনুষ্ঠিত মেলায় চার প্যাভিলিয়নে সরকারী ই সেবা, শিক্ষা, ই কমার্স এবং তরুণ উদ্যোক্তাদের ৫৭টি স্টল

বরাদ্দ দেয়া হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলায় ওয়াইফাই সেবাসহ আত্যাধুনিক বিভিন্ন ডিজিটাল সেবার ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া সেখানে থাকবে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন

প্রতিযোগীতাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান। দর্শনাথীদের উদ্দেশ্যে তুলে ধরা হবে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের ই-সেবার তথ্য।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে