nil

বিডি নীয়ালা নিউজ(১৩ফেব্রুয়ারি১৬)- আসাদুজ্জামান সুজন (নীলফামারী প্রতিনিধি): নীলফামারীতে সরকারি আইন সহায়তা কার্যক্রমের সাফল্য ও বিকল্প বিরোধ নিস্পত্তির কেন্দ্রস্থল  ‘জেলা লিগ্যাল এইড অফিস’ বিষয়ক জনসচেতনতামুলক সেমিনার অনুষ্ঠিত হয়। নীলফামারী জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে শনিবার (১৩ ফেব্রুয়ারি) সাকির্ট হাউসে ওই সেমিনার অনুষ্ঠিত হয়।

নীলফামারী জেলা ও দায়রা  জজ মো. মাহমূদুল কবীরের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পরিষদের প্রশাসক এ্যাড. মমতাজুল হক। এতে বক্তব্য রাখেন জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাড. আলীম উদ্দিন বসুনিয়া, সাধারন সম্পাদক এ্যাড. আবু মো. সোয়েম, আইন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. বুলবুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ জেড এম এরশাদ আহসান হাবীব, সহকারী পুলিশ সুপার মো. জাকারিয়া রহমান, ডা. মনিরুজ্জামান।

সেমিনাটি সঞ্চালয়নের দায়িত্ব পালন করেন সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার মো. ইসমাঈল হোসেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে