2016-02-29 18.20.16

বিডি নীয়ালা নিউজ(২৯ই ফেব্রুয়ারি১৬)-আসাদুজ্জামান সুজন (নীলফামারী প্রতিনিধি):  নীলফামারীতে দ্বিতীয় দিনের মতো তিনদফা দাবি বাস্তবায়নে কর্মবিরতি পালন করছেন ইউনিয়ন পরিষদের সচিবরা।সোমবার সকাল থেকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে জেলার ৬০টি ইউনিয়ন পরিষদের সচিবরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি(বাপসা) জেলা কমিটির সভাপতি রশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম ও অর্থ সম্পাদক নুর ইসলামের নেতৃত্বে কর্মসূচি পালন করছেন সচিবরা।

পদবী পরিবর্তন, দশম গ্রেডে বেতন ভাতা ও সরকারী কোষাগার থেকে শতভাগ বেতন ভাতাদিসহ সকল সুযোগ সুবিধা প্রদান এবং পেনশন প্রথা চালু করণের দাবিতে সারাদেশে দু’দিনের কর্মসূচি রোববার শুরু করেন ইউনিয়ন পরিষদ সচিবরা।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে