%e0%a6%86%e0%a6%97%e0%a7%81%e0%a6%a8

বিডি নীয়ালা নিউজ (১০ই সেপ্টেম্বর ২০১৬)- ডেস্ক রিপোর্টঃ গাজীপুর জেলার টঙ্গীর বিসিক শিল্প নগরী এলাকায় ট্যাম্পাকো পুটিং লিমিটেডে বয়লার বিস্ফোরণে ভয়াবহ আগুনে নিহত প্রত্যেকের পরিবারকে লাশ দাফনের জন্য ২০ হাজার টাকা অনুদানের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। শনিবার দুপুরে জেলা প্রশাসক এসএম আলম এ ঘোষণা দেন।

তিনি বলেন, ‘জেলা প্রশাসনের পক্ষ থেকে লাশ দাফনের জন্য প্রত্যেকের পরিবারকে ২০ হাজার এবং আহতদের ১০ হাজার টাকা করে দেয়া হবে।’ শনিবার ভোর ৬টার দিকে কারখানায় বয়লার বিস্ফোরণ থেকে সৃষ্ট ভয়াবহ আগুনে এখন পর্যন্ত ২৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অর্ধশতাধিক শ্রমিক।

টঙ্গি ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ১৯ জনের এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেকে) চারজনের লাশ রাখা হয়েছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আখতারুজ্জামান জানান, ঢাকা, সাভার, ইপিজেড, সদর দফতর, টঙ্গি, জয়দেবপুর, শ্রীপুর ও কালিয়াকৈর থেকে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তবে দুপুর ১২টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করেছেন তিনি।

 

 

স/ক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে