2016-09-24_3_1733

আন্তর্জাতিক ডেস্কঃ পোপ ফ্রান্সিস আগামী শনিবার ফ্রান্সের নিস শহরে জিহাদিদের হামলায় নিহত শোকসন্তপ্ত পরিবারের সদস্য এবং যারা প্রাণে বেঁচে গেছেন তাদের সঙ্গে সাক্ষাত করবেন। গত জুলাই মাসে নিস শহরে এক জিহাদি তার বড় ট্রাক নিয়ে দ্রুত গতিতে সমবেত জনতার মধ্যে ঢুকে পড়লে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।
পোপ ১শ ৮০ জনের সঙ্গে সাক্ষাত করবেন। এই ১শ ৮০ জনের মধ্যে ১৪ জুলাইয়ের বাস্তিল দিবসের হামলায় নিহত শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও হামলায় আহত ব্যক্তিরা রয়েছেন। ভয়াবহ ওই হামলার ঘটনায় ৮৬ জন প্রাণ হারায়।
এ সাক্ষাতের জন্য বিশেষ করে নিস নগরীর ৫৮ পরিবারের সদস্যরা যাবেন।
তারা রোমে ফ্রান্স থেকে আসা অপর একশ’ ৫০ জন এবং ফ্রান্সের আঞ্চলিক আন্ত:ধর্মীয় একটি গ্রুপের প্রতিনিধিদের সাথে যোগ দেবেন।

 

 

বি/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে