আন্তর্জাতিক ডেস্কঃ নিউজিল্যান্ডের মসজিদে হামলাকারী অস্ট্রেলিয়ান নাগরিক ব্রেনটন হ্যারিসন ট্যারেন্টের মানসিক স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছেন দেশটির হাইকোর্ট।

শুক্রবার সকালে দেশটির সর্বোচ্চ আদালতের বিচারক মানডার এই নির্দেশ দেন।তিনি বলেন, “প্রথমেই তার মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা দরকার যে তিনি বিচারের মুখোমুখি হওয়ার মতো সুস্থ নাকি এখনও বিকৃতমস্তিষ্ক সম্পন্ন।

শুক্রবার সকালে তাকে কারগার থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে হাজির করা হয়।

এ সময় মসজিদে হামলায় হতাহতদের আত্মীয়-স্বজনে ভরপুর ছিল আদালত প্রাঙ্গণ।

ভিডিও কনফারেন্সে তাকে দেখে ‘ঘৃণা ভরে’ নানা মন্তব্য করেন হত্যাহতদের আত্মীয়রা।

তাদের মধ্যে একজন বলেন, “ওকে (ব্রেনটন) দেখতেই খুব উগ্র মনে হচ্ছে। ওকে মানুষের মতো দেখাচ্ছে না।”

ব্রেনটন ট্যারেন্টের বিরুদ্ধে ৫০ হত্যা ও ৩৯ হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।

গত ১৫ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চ শহরের আল-নূর ও লিনউড মসজিদে জুমার নামাজের সময় নির্চিবারে গুলি চালিয়ে ৫০ জনকে হত্যা ও ৩৯ জনকে আহত করেন শেতাঙ্গ বর্ণবিদ্বেষী অস্ট্রেলিয়ান ব্রেনটন ট্যারেন্ট।

B/P/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে